দেশের শেয়ারবাজারে সোমবার (২৬ ডিসেম্বর) সূচকের সঙ্গে লেনদেনে বড় দরপতন হয়েছে। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরপর দুইদিনই পতনের মধ্য দিয়ে গেলো। প্রধান শেয়ারবজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৯৮ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ১৯৮ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। ২০২০ সালের ৭ জুলাই ডিএসইতে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এরপর লেনদেন ওঠানামা করলেও এতটা নিচে নামেনি। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ২২৭ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০৩ পয়েন্টে, সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির। দিনশেষে সিএসইতে ২৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Views: 5
Leave a Reply