খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম বলেছেন, ‘অপপ্রচারে কান দেয়ার প্রয়োজন নেই। কেউ কেউ অপ্রচার করতেই ভালোবাসে। আজ পদ্মা সেতু বাস্তবতা। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। এই দেশের অগ্রযাত্রা এগিয়েই যাচ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আমার বিশ্বাস কয়েক বছরের মধ্যে কম্বল নেয়ার লোক থাকবে না। সকলেই স্বচ্ছল হবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দৃড় গতিতে এগিয়ে যাচ্ছে।’
সোমবার চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম আরও বলেন, ‘আমরা পুলিশ বাহিনী। আমাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা বিশেষ অভিযান করছি। আমরা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে বদ্ধ পরিকর।’
তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে ‘উষ্ণ ভালোবাসা, শীতার্ত মানুষের জন্য’ শ্লোগানে চুয়াডাঙ্গায় দশ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডায়মন্ড ওয়ার্ল্ডেও ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিঙ্গাপুরস্থ বাংলাদেশী ব্যবসায়ীক সমিতি বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি ও সাহিদ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, বিডিচ্যামের সাধারণ সম্পাদক আসাদ মামুন। কম্বল বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তারাদেবী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।
Views: 3
Leave a Reply