আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেব আমি বলতে চাই, ওই দিন আমাদের নেতাকর্মীরা মহানগর জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে।’
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিআরটিসির গাড়ি পুড়িয়েছে। তারা আগুন নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে। এজন্য পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুল বলে খাঁচা।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত হন, খেলা হবে। এই ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, দু:শাসনের বিরুদ্ধে খেলা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের পছন্দ না। আরও কারো কারো পছন্দ না। কিন্তু জনগণ এই স্লোগান পছন্দ করেছে, গ্রহণ করেছে। এই স্লোগান আমি দিয়েই যাবো। চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে দেখেছি জনগণ এই স্লোগান দিয়েছে।’
Views: 5
Leave a Reply