চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাঁতের চিকিৎসা করতে গিয়ে শ্বাসনালি কেটে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকের দন্ত চিকিৎসক ডা. আব্দুল হান্নান রোগীর দাঁতের অপারেশন করতে গিয়ে শ্বাসনালি কেটে যায়। নিহত রুবেল আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার দুপুরে দাফনের সময় বিষয়টি জানাজানি হয়।
নিহতের বাবা জানান, বৃহস্পতিবার রাতে ছেলের দাঁতের চিকিৎসার জন্য ফাতেমা ক্লিনিকে যান। ডা. আব্দুল হান্নান দাঁতের অপারেশন করতে গিয়ে শ্বাসনালি কেটে যায়। পরে চিকিৎসক রোগীকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরও জানান, তাদের কোনো অভিযোগ না থাকায় শুক্রবার দুপুরে প্রশাসনের অনুমতি নিয়ে তারা লাশ দাফন করেছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ও দন্ত চিকিৎসক ডা. আব্দুল হান্নানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
সুত্রঃ নিউজ ২৪
Views: 3
Leave a Reply