1. nasiralam4998@gmail.com : admi2017 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

রংপুরে পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটে পুরো বিভাগে বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭৭ বার
রংপুরে পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটে পুরো বিভাগে বাস চলাচল বন্ধ
ছবি সংগৃহীত

রংপুরে পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে এ কারণে রংপুর বিভাগে চলাচলকারী কোন বাস বগুড়া থেকে ছেড়ে যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, বগুড়া থেকে প্রতিদিন দেড় শতাধিক বাস রংপুর বিভাগের আট জেলায় যাতায়াত করে। রংপুর মালিক সমিতিরও দেড় শতাধিক বাস বগুড়া পর্যন্ত যাতায়াত করে। এ ছাড়া বগুড়ার ওপর দিয়েছে রংপুর বিভাগের আরও চার শতাধিক বাস প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে আজ সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলায় বাসচলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, যেহেতু তারা ধর্মঘট ডেকেছেন, এমন অবস্থায় গাড়ি আমরা পাঠাতে পারি না। এ জন্য সকাল থেকে কোনো বাস রংপুরে যায়নি। অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা ধর্মঘট ডাকিনি। রংপুর থেকে বিষয়টি আমাদের জানানোর পর গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Views: 85

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..