চিনির মূল্যবৃদ্ধি – জরিমানা করল ভোক্তা-অধিকার গত কয়েকদিন যাবত চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারে চলছে চড়া দামে চিনি বিক্রি। জনগনের কাছে ন্যায্য দামের বিপরীতে প্রায় দ্বিগুন দামে চিনি বিক্রির অভিযোগ পৌঁছায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।
গতকাল ভোক্তা-অধিকার কর্মকর্তাগণের তদন্তকালে দেখা যায় উক্ত এলাকার চিনির ডিলার আঃ খালেকের কাছে নেই কোন নির্ধারিত মূল্যের তালিকাপত্র এবং সাথে চলছে মন গড়াদামে চিনির বিতরণ।
অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় কর্মকর্তাগণ জনাব আঃ খালেককে শাস্তিস্বরুপ ২০,০০০ টাকা জরিমানা করেন ও সঠিক মূল্যতালিকা সকলের সামনে উন্মুক্ত রাখার নির্দেশ দেন।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ।
Views: 4
Leave a Reply