ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আগুন-বারুদে লড়াই। এই উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচে রাজার আসনে বসলেন বিরাট কোহলি। গত এক বছর ধরে নানা চড়াই-উতরাই পেরোনোর কষ্ট এবং সমালোচনার জবাব দিলেন অবিশ্বাস্য এক ইনিংস খেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে এখন প্রশংসার সাগরে হাবুডুবু খেতে হচ্ছে ডানহাতি ব্যাটসম্যানকে।
ভারতের ৬ উইকেটের রোমাঞ্চকর জয়ের নায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে গুণকীর্তন। ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার বলেছেন, ‘বিরাট কোহলি, নিঃসন্দেহে এটাই তোমার জীবনের সেরা ইনিংস। তোমাকে এভাবে খেলতে দেখা ছিল দারুণ। ১৯তম ওভারে রউফের বিরুদ্ধে ব্যাকফুটে গিয়ে যে লম্বা ছয় মারলে তা ছিল দর্শনীয়। চালিয়ে যাও এটা।’
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও কোহলির প্রশংসা করলেন, ‘আজকের ম্যাচ ছিল স্নায়ুচাপের। আমাদের দিকে ম্যাচ ছিল ৯৫ ভাগ। তারপর কোহলি দেখালো বিশ্বমানের ম্যাচ জয়ী ইনিংস দেখতে কেমন। দুই দলই ভালো খেলেছো, দারুণ ম্যাচ।’
কোহলির একসময়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বললেন, ‘বিরাট, এটা ছিল অসাধারণ বিশেষ কিছু বন্ধু। সেরার সেরা।’ লঙ্কান ব্যাটিং গ্রেট সনাথ জয়াসুরিয়া লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ের অন্যতম উত্তেজনাকর ম্যাচ। কোহলির মাস্টারক্লাস ইনিংস। এ কারণেই আমরা ক্রিকেট ভালোবাসি।’
Views: 4
Leave a Reply