প্রথম জয়ের খোঁজে নিউজিল্যান্ড, বাংলাদেশ। দুই দলই প্রথম ম্যাচ হেরেছে পাকিস্তানের কাছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন সাকিব আল হাসান।
সাকিবের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম দলে ফিরেছেন। গত মার্চে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছেন অ্যাডাম মিলনে। নিউ জিল্যান্ডের একাদশে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ব্লেয়ার টিকনারের।
বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
নিউ জিল্যান্ড দলঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
সাকিবদের নিউজিল্যান্ড পরীক্ষাঃ ভ্রমণক্লান্তির কারণে সাকিবকে ছাড়া পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা ২১ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। কাল পাকিস্তানের কাছে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচে হারা দুই দল আজ মুখোমুখি হবে। যারা জিতবে ফাইনালে যাওয়ার দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। দিবারাত্রির এই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে । খেলা দেখা যাবে টি স্পোর্টসে।
অধিনায়ক সাকিবের ফেরা মানে দলের পুরো আবহতেই আসবে বিরাট পরিবর্তন। গতকাল দলীয় অনুশীলন ছিল না। একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলার ধকল কাটাতে দল ছিল বিশ্রামে। শুধু সাকিবই নিজেকে প্রস্তুত করেন মাঠে ফেরার জন্য। একাদশে তিনি ফেরায় ওলটপালট হবে ব্যাটিং অর্ডারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। জয় মাত্র তিনটিতে। এগুলো আবার গত বিশ্বকাপের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মন্থর উইকেটে সেই জয় নিয়ে আছে ব্যাপক সমালোচনাও। তাদের মাটিতে জয়ের কোনও রেকর্ড নেই। ৭টি খেলে সবকটিতেই হার। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্যও ম্যাচটা গুরুত্বপূর্ণ। কেন উইলিয়ামসনদের বিশ্বকাপ মহড়ার সিরিজ এটি। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতাটা যেমন উইলিয়ামসনকে ভাবাচ্ছে, তেমনি ফিল্ডিংও।
Views: 4
Leave a Reply