1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

সুপারস্টার বডি ডাবল সাগর পান্ডে  মারা গেলেন বডি ডাবল সাগর পান্ডে  মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার
সুপারস্টার বডি ডাবল সাগর পান্ডে  মারা গেলেন বডি ডাবল সাগর পান্ডে  মারা গেছেন
ছবি: সংগৃহীত

বলিউডে আবার নেমে এসেছে নতুন করে শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন বলিউড সুপারস্টার  সালমান খান। সুপারস্টারের বডি ডাবল সাগর পান্ডে  মারা গেলেন। জিমে শরীর চর্চা করতে গিয়েই এই বিপদ ঘটে গেল। তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। দীর্ঘদিন তিনি সলমন খানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন তিনি অভিনেতার বডি ডাবল হিসাবে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন বলিউডে। জিমে শরীর চর্চা করতে গিয়েই শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষণাৎ তাকে মুম্বইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালা সাহেব থাকলে মিউনিসিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

সাগরের এই অকালে চলে যাওয়ায় শোকে মুহ্যমান  সালমান খান। ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করে সোজ্ঞাপন করে অভিনেতা লিখেছেন, আমার পাশে থাকার জন্য মন থেকে শুকরিয়া জানাচ্ছি। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি এতদিন আমার সঙ্গে ছিলে, এখন ওপারে শান্তিতে থাকো’। দীর্ঘদিন  সালমান খানের বডি ডাবল হিসেবে কাজ করেছেন সাগর। অন্তত ৫০ টি ছবিতে তিনি এই কাজ করেছেন। ‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’ এবং অন্যান্য ছবিতে তিনি  সালমান খানের বডি ডাবল হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত সাগর বলিউডে অভিনয় করার তাগিদেই মুম্বই এসেছিলেন। ভাইজানের অন্ধ ভক্ত ছিলেন সাগর। বলিউডের যথেষ্ট পরিচিত মুখ ছিলেন তিনি। বলিউডের বহুবিশিষ্ট অভিনেতা তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..