1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

এটা তো অবাক হওয়ার মতো ঘটনা-শামসুন্নাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ বার

দেশে ফিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে। অভাবনীয় গণসংবর্ধনা পাওয়ার আগে বিমানবন্দরে অন্তত তিন ফুটবলারের ব্যাগ থেকে দেড় লাখ টাকার বেশি টাকা চুরি হয়ে গেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয়েছে ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা।

শামসুন্নাহার এই ঘটনায় হতবাক। তিনি বলেন, ‘এটা তো অবাক হওয়ার মতো ঘটনা। এর আগে কখনও হয়নি এরকমটা। আমার ৪০০ ডলার হারিয়েছে। কৃষ্ণা-সানজিদার ৯০০ ডলার আর ৫০ হাজার টাকাও নেই।’

চুরির কথা নিশ্চিত করেছেন আরেক ফুটবলার তহুরাও। যদিও তার ব্যাগ থেকে কিছু চুরি হয়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘কৃষ্ণা আর সানজিদার ৯০০ ডলার একসঙ্গে ছিল। বড় শামসুন্নাহারের ৪০০ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় কৃ্ষ্ণার ব্যাগে ছিল ৫০ হাজার টাকা।’

এ ছাড়া তহুরা বিভিন্ন লাগেজের চেইন টানাটানি করে নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন, ‘ঋতুর  লাগেজ টানাটানি করে নষ্ট করে দিয়েছে। এভাবে কয়েকটি ব্যাগ টানাটানি হয়েছে। একটা হ্যান্ড লাগেজ খুলে উল্টে রেখে দিয়েছিল।’

গতকাল চ্যাম্পিয়ন দল দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছান। বিমানবন্দর থেকে ঘণ্টাখানেক পর ছাদ খোলা বাসে করে রাওনা দেন বাফুফের উদ্দেশে। ঢাকার রাস্তায় প্রায় ৫ ঘণ্টা ঘুরে বাফুফে যান তারা। সেখানে তাদের বরণ করেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

চুরির ঘটনায় বেলা ১টায় সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..