নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির প্রথম তালিকায় ছিলেন না। পরিবারকে সময় দিতে চুক্তি করেননি ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম অবসর নেওয়ায় দুটি জায়গা ফাঁকা হয়েছিল। তাই নতুন করে প্রস্তাব দিয়েছিল নিউ জিল্যান্ড ক্রিকেট, কিন্তু তা ফিরিয়ে দিলেন জিমি নিশাম। এরপর ব্লেয়ার টিকনার ও ফিন অ্যালেনের সঙ্গে চুক্তি করে বোর্ড।
প্রথম তালিকায় না থাকার পর বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অঙ্গীকার করেন নিশাম। সেখান থেকে আর সরে না আসার কথা বললেন এই অলরাউন্ডার, ‘আমি জানি, আমার কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারটিকে অনেকেই ভাববে, আমি দেশের চেয়ে টাকাকে প্রাধান্য দিয়েছি।’
নিশাম চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের সঙ্গে। আগামী ১৯ সেপ্টেম্বর কেপটাউনে হবে নিলাম। চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এই অলরাউন্ডারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আগামী ২০ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড। এর আগে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।
Views: 5
Leave a Reply