অনলাইন ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার উপর আলগামন ও মোটর সাইকেলের সংঘর্ষে আহত ২ হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তিরা হলেন, মেহেরপুর ঘোষপাড়ার মো ইউসুফ এর ছেলে মোঃ নাহিদ (২০), সদর উপজেলার কামদেবপুর মোঃ বরকত আলী ছেলে মোঃ ডাবলু (৪০)।
জানা গেছে, ডাবলু আলগামনে করে মেহেরপুর থেকে সিমেন্ট নিয়ে যাওয়ার সময় চাঁদবিল ব্র্যাক অফিসের সামনে আসলে অপরদিক থেকে মোটরসাইকেল আরোহী নাহিদ মেহেরপুর থেকে যাবার পথে আলগামন ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আলগামন চালক ও মোটরসাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ।
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে আহতরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেহেরপুরের চিকিৎসাধীন অবস্থায় আছে।
দর্শনানিউজ২৪/এইচ
Views: 3
Leave a Reply