নিশু : দুই বছর আগে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। এরমধ্যে অভিনয় করেছেন চারটি সিনেমায়। অবশেষে তার প্রথম সিনেমা সেন্সর ছাড়পত্র পেলো। গত মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, বছরের শেষে ছবিটি মুক্তি দিতে চান তিনি। বললেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নিইনি। পরিস্থিতি আরও স্বাভাবিক না হলে হয়তো দেরি হবে ছবিটি মুক্তি দিতে। তবে ইচ্ছে আছে, নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি দেওয়ার।’
জীবনের প্রথম সিনেমার সেন্সর ছাড়পত্রের খবরে ভীষণ উচ্ছ্বসিত নিশাত সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-তে প্রথম রানারআপ হওয়ার পর নাটক নয়, ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্রে কাজ করেন সালওয়া। চলচ্চিত্রে এটিই তার প্রথম কাজ।
২০১৯ সালের জুলাইয়ে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। ঢাকা, মানিকগঞ্জ, নড়াইল, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশন চিত্রায়ণ হয়েছে সিনেমাটির। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। আদর-সালওয়া ছাড়া এতে আরও অভিনয় করেছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’র পর সালওয়া ‘এই তুমি সেই তুমি’, ‘বীরত্ব’ও ‘বুবুজান’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সবশেষ ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি রয়েছে বলে জানালেন সালওয়া।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply