অনলাইন ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত ব্যক্তির (৪০) পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাজাপুর গ্রামে সাবেক সেনা সদস্য আবদুস সাত্তারের ঘরের জানালা ও দরজা ভেঙে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের চার সদস্য প্রবেশ করে। পরে পরিবারের সদস্যরা মোবাইলে স্থানীয়দের বিষয়টি জানালে ডাকাত সদস্যদের ধরতে মসজিদের মাইকে প্রচারণা চালানো হয়। এ সময় চারজনের মধ্যে তিনজন পালিয়ে যান। তবে এক সদস্য পালাতে গিয়ে বাড়ির পাশের কালভার্টের নিচে আটকা পড়েন। পরে গণপিটুনিতে ওই ব্যক্তি নিহত হন।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহীর সময় /এএইচ
Views: 32
Leave a Reply