1. nasiralam4998@gmail.com : admi2017 :
সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

বিনা বৃষ্টিতে মলদ্বীপে রামধনু! সানি লিওনির পোশাকে

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার
বিনা বৃষ্টিতে মলদ্বীপে রামধনু
ফাইল ফটো

নিশু : বৃষ্টির পর রোদ উঠলে আকাশে ফুটে ওঠে রামধনু। মলদ্বীপে একটু ব্যতিক্রমী ঘটনা দেখা গেল। বিনা বৃষ্টিতেই সেখানে রামধনুর দেখা মিলল! সৌজন্যে সানি লিওনির পোশাক।

সপরিবার মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি। প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে তাঁর টুইটারে। বিভিন্ন রূপে নিজের ছবি পোস্ট করে অনুরাগীদের মাতিয়ে রাখছেন। সোমবার রামধনু রঙে নিজেকে অনুরাগীদের সামনে তুলে ধরলেন সানি। পিছনে উন্মুক্ত আকাশ। সামনে সানি সত্যিই যেন রামধনুর মতো একরাশ রঙে ভরিয়ে তুললেন অনুরাগীদের মন।

ওই ছবিতে দেখা যাচ্ছে, গোড়ালি পর্যন্ত বিস্তৃত বাঁ কাঁধ কাটা রামধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে সানি। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।’

বেশ কয়েক দিন ধরেই মলদ্বীপে রয়েছেন সানি। কখনও সমুদ্রসৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে, কখনও বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।

দর্শনা নিউজ 24/এইচ জেড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..