1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ছাত্র এবং ছাত্রীদের মাঝে ঝুলছে পর্দা, তালেবান রাজত্বে খুলল আফগান বিশ্ববিদ্যালয়

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার
তালেবান রাজত্বে খুলল আফগান বিশ্ববিদ্যালয়
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা আর সময়ের অপেক্ষা। তবে তার আগেই খুলে গিয়েছে বিশ্ববিদ্যালয়। পৌঁছে গিয়েছেন ছাত্র-ছাত্রীরা। কিন্তু আগের চেয়ে বদলে গিয়েছে পরিস্থিতি। কেন?

আগে যেখানে একই আসনে পাশাপশি বসে ক্লাস করতেন পড়ুয়ারা। এখন সেখানে পুরুষ ও মহিলা পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে বিভেদ। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে বিভিন্ন ছবি। যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের বিশ্ববিদ্য়ালয়ে ক্লাস করছেন ছাত্র-ছাত্রীরা। তবে তাঁদের মাঝে রয়েছে পর্দা। অর্থাত্‍ পর্দার আড়ালে থেকে পড়াশোনা করছেন ছাত্রীরা। মন চাইলেও কাছের বন্ধুর সঙ্গে কথা বলতে পারছেন না। দেখা করতে পারছেন না। এই ছবি সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে।

আগেরবার তালিবান রাজত্বে যেভাবে পদদলিত করে রাখা হয়েছিল নারীদের, এবারও তেমনই হবে বলে আশঙ্কা করছেন নেটিজেনরা। আগেও আফগানিস্তানে একই পর্দাপ্রথা লাগু করেছিল জেহাদিরা। বোরফা এবং পর্দার আড়াতেই থাকতে হল মহিলাদের। সমাজে নারীদের সমানাধিকার ছিল না। লেখাপড়া, গানবাজনার, যেকোনও বিনোদনের অভিকার খর্ব করা হয়েছিল। এবারও সেই অন্ধকার যুগ ফিরতে চলেছে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..