1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার
শিশুর মৃত্যু
ফাইল ফটো

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় সাপের কামড়ে হিমেল বাবু নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হিমেল দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামের পূর্বপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের ছেলে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু হিমেলের বাবা মহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে চকলেট খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে শিশু হিমেল। পরে মা তাকে পাঁচ টাকা দিলে সে বাড়ির পাশের দোকানে চকলেট কিনতে যায়। দোকানে যাওয়ার পথে কোনো এক সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

বিষয়টি জানার পর হিমেলকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। ওঝা কিছুক্ষণ ঝাড়ফুঁক দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খাঁন ফখরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..