স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোয় ১জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। শনিবার (১৪ আগস্ট) চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ২০১ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় ১৮১ জন এবং জেলার বাইরে ২০ জন। এ ছাড়াও জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬৮ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ১০০ জন। নতুন যে একজন শনাক্ত হয়েছেন তিনি দামুড়হুদা উপজেলার বাসিন্দা।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 7
Leave a Reply