স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এদিন ২৬৫ নমুনা পরীক্ষায় ৪০ জন পজিটিভি হয়েছেন। তাদের মধ্যে সদরে ২৫, আলমডাঙ্গায় সাত, দামুড়হুদায় তিন, এবং জীবননগর উপজেলায় পাঁচজন রয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ৭১ এবং জেলার বাইরে ১৮ জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার ৭০২ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৬১৯ এবং হাসপাতালে ৮৩ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৬৯ জনে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply