অনলাইন ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৭১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত্যু বাড়লেও এ বিভাগে শনাক্তের হার কমেছে। এ সময়ে বিভাগে এক হাজার ৬৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯জন, কুষ্টিয়ায় ১৪জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply