1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

রাউজানে মসজিদ ও আস্তানার টাকা চুরি

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২১৩ বার
মসজিদ ও আস্তানার টাকা চুরি
ফাইল ফটো

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাউজান উত্তরসর্তা এলাকায় একটি মসজিদ ও আস্তানায় টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোতাগাজী বাড়ির শাহী মসজিদের বারান্দা ও মূল ভবনের দরজার তালা ভেঙে দানবাক্সের টাকা চুরি হয়।

মসজিদ সংশ্লিষ্ট আবদুল হামিদ বলেন, চোরের দল মসজিদের পাশে দ্বিতল ভবনের তালা ভেঙ্গে ইমামের থাকার রুমে ডুকে কিতাবপত্র, কাপড় ও টেবিল-ডেস্ক তছনছ করে ফেলে।

এদিকে একই ওয়ার্ডের হযরত আবদুল কাদের জিলানী (রহ.) কল্যাণ ট্রাস্টের অফিস রুমের তালা ভেঙ্গে আলমিরায় রক্ষিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, বাবুর্চির জন্য গচ্ছিত বেতনের ৪২ হাজার টাকা চুরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, অফিসে রক্ষিত ফাইলপত্রসহ সবকিছু ছড়িয়ে চিটিয়ে রয়েছে ফ্লোরে। প্রতিদিনকার মত আস্তানার দানবাক্সের (শনিবার) উত্তেলিত দেড় হাজার টাকাসহ ১টি স্বর্ণের আংটিও নিয়ে যায় চোরেরা।

হিসাব রক্ষক মুহাম্মদ হানিফ জানান, আমি খবর পেয়ে রাত ২.৫০ মিনিটে এসে দেখি রুমের তালা ভাঙ্গা। ফাইলপত্র সব এলেমেলো পড়ে আছে। চোরের দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।

মাস্টার তৌফিক জানান, পূর্ব আস্তানার গেইটের সাথে লাগোয়া দানবাক্সটি আমরা ৫/৬ দিন আগে খুলেছিলাম। এরপর আর খোলা হয়নি। চোরের দল তালা ভেঙে বাক্সের সব টাকা নিয়ে গেছে।

এদিকে রবিবার সকাল ১১টার দিকে চিকদাইর পুলিশ ফাঁড়ির দু’জন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..