মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গাংনী এলাকায়। গাংনী এলাকায় এক দিনে ৩৮ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ১০ জন এবং মুজিবনগর উপজেলায় আজ কোন আক্রান্তের খবর পাওয়া যায়নি।
করোনাভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাই সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যাবহার ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান করেন সিভিল সার্জন।
জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৩ জন। ১৬৪৬ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮ পর্যন্ত এই জেলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২১ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২২ জন ও ১৪ জন মুজিবনগর এলাকার বাসিন্দা
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply