অনলাইন ডেস্ক : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার একটি গোরস্থানে কবর খুঁড়ে লাশের হাড় রেখে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৬ জুন) দিবাগত রাতে সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কেওয়াটখালীর পোল্ট্রীর মোড় জামে মসজিদের গোরস্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোরস্থানে সবগুলো কবর ঠিকঠাক থাকলেও তিনটি কবর থেকে মাটি খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। তবে হাত-পায়ের কিছু হাড় মাটিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা ধারণা করছে, রাতের আঁধারে কবর খোঁড়ার সময় হয়ত রাস্তার আশপাশে কাউকে দেখে কিছু হাড় রেখেই পালিয়েছে।
এ বিষয়ে জামে মসজিদের ইমাম মাকসুদুর রহমান জানান, এমন ঘটনা এই গোরস্থানে প্রথম ঘটেছে। তবে এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, সকালে মসজিদের ইমাম সাহেব আমাকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply