1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

নতুন আইনে একাকী স্বাধীন সৌদির মহিলারা

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৬১ বার
স্বাধীন সৌদির মহিলারা
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : আইনে সংশোধন আনল সৌদি আরবের প্রশাসন। এ বার চাইলেই একা স্বাধীন হয়ে থাকতে পারবেন সৌদি আরবের মহিলারা। ধারা ১৬৯ (বি)-এ সংশোধন এসেছে সে দেশে। এর আগে এই ধারার আইন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক, বিধবা বা কোনও মহিলার বিচ্ছেদ হলে, তাঁকে পুরুষ অভিভাবকের অধীনে থাকতে হত। বর্তমান সংশোধন অনুযায়ী, এ বার প্রাপ্তবয়স্ক মহিলা ঠিক করতে পারবেন, তিনি কারোর অধীনে থাকবেন না কি একা থাকবেন।

সংশোধিত আইন অনুযায়ী, কোনও মহিলা জেল খাটার পরও তাঁকে পুরুষ অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে না। নিজের রাস্তা নিজে বেছে নিতে পারবেন মহিলা। সৌদি আরবে কোনও মহিলা এতদিন একা থাকার রাস্তা বেছে নিলে, তাঁর বিরুদ্ধে প্রশাসনে দ্বারস্থ হতে পারতেন পুরুষ অভিভাবক। নতুন এই সংশোধনের ফলে আর সেই সুযোগ থাকছে না বলেই জানিয়েছে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম।

উল্লেখ্য, সৌদির ১৬৯ ধারার আইনের একাধিক অপব্যবহার বারবার উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এই আইনের খারাপ দিক তুলে ধরেছিল সৌদির সংবাদ মাধ্যম। সে সময় সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর সৌদ আল মজেব জানিয়েছিলেন, মহিলা শিশু বা পিতামাতার ওপর গার্ডিয়নশিপ আইনের অপব্যবহার মেনে নেবে না তাঁর অফিস। সেই মতোই গত বছরের অগস্ট মাসে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই একা মহিলাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। এ বার আরও একধাপ এগিয়ে মহিলাদের একা স্বাধীন হওয়ার রাস্তা খুলে দিল সে দেশের প্রশাসন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..