1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

ঝিনাইদহে বাসচাপায় পান ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২২৭ বার
বাসচাপায় পান ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় জাহাঙ্গীর হোসেন (৩১) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালের দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেনে হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত জামিরুল ইসলাম একই এলাকার বিনোদপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটরসাইকেলযোগে হলিধানী থেকে থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিলেন। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান। আহত হয় জামিরুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..