অনলাইন ডেস্ক: কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩টন চিনি গায়েব হয়েছে। এ ঘটনায় স্টোরকিপার বরখাস্ত করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান জানান, গত বৃহস্পতিবার মিলে মজুদকৃত চিনির স্টক মিলাতে গেলে ৫৩টন চিনি কম পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩২লাখ টাকা।
এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের জিএম কারখানা কল্যান কুমার দেবনাথকে প্রধান করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত মৌসুমে ২ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply