অনলাইন ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জে এক পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনে অভিযুক্ত সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে আটক করেছে র্যাব-১০।
গতকাল শুক্রবার (৪ জুন) রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা মনু ব্যাপারির ঢাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরার মনু ব্যাপারির ঢাল এলাকা থেকে আমরা আসামি সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে আটক করতে সক্ষম হয়েছি।
উল্যেখ্য, কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ডাকপাড়া এলাকার মনির মেম্বারের টিনসেড বাড়িতে ১২ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক নামে এক বখাটের বিরুদ্ধে। ঘটনার পর পরই পালিয়ে যায় বখাটে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক। পরে কয়েক ঘণ্টা চেষ্টার পর তাকে আটক করে র্যাব।
ভুক্তভোগী পথশিশু জানিয়েছে, তাকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় থেকে সিদ্দিক ওরফে টাইগার জোরপূর্বক কেরানীগঞ্জের নিয়ে এসে আটকে রেখে মারধর করে এবং একাধিকবার ধর্ষণ করে।
রাজশাহীর সময় /এএইচ
Views: 3
Leave a Reply