আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে করোনার টিকা না নিলে তার কোপ সরাসরি পড়বে বেতনের উপর। হ্যাঁ এমনই কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। সেখানকার সরকারি কর্মচারীরা ভ্যাকসিন না নিলে বন্ধ হয়ে যাবে তাদের বেতন। এমনটাই জানিয়েছে সেখানকার প্রশাসন।
সম্প্রতি সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিচ্ছেন না তাদের বেতন আটকানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে করোনার টাস্ক ফোর্সের বৈঠককালে সিন্ধ প্রদেশের করোনার ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং রাজ্যে টিকা দেওয়ার সমস্ত পরিসংখ্যান পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় এবিষয়ে নয়া নির্দেশও জারি করেছে বলে খবর।
সিন্ধ প্রদেশের স্বাস্থ্য দফতরের মতে, এই প্রদেশে এখন পর্যন্ত ১৫ লক্ষ ৫০ হাজার ৫৫৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ লক্ষ ২১ হাজার জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৪ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছেন। ওই প্রদেশে গত ২৪ ঘন্টায় ৭৮ হাজার ৭৯৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply