অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ওয়াপদা কলোনি থেকে ফাতেমা খাতুন (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাতে ওয়াপদা কলোনির ভেতরে পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জেলার নাসিরনগর উপজেলার শ্যামনগর গ্রামের কুদরত আলী মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দাতিয়ারা ওয়াপদা কলোনির ভেতরে একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply