অনলাইন ডেস্ক: ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (৩০ মে) সকালে সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই কাভার্ড ভ্যানচালকের নাম মো. নাবিল (২০)। তিনি নরসিংদী সদর উপজেলার চরসিংদা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে মালবোঝাই ওই কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ফেনীর লালপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক আটকা পড়েন। পরে হাইওয়ে পুলিশের ফোন পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানচালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply