1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

যুদ্ধবিরতি ঘোষণার পরও আল আকসায় ইসরায়েলি হামলা আহত ২০

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১৮ বার
ইসরায়েলি হামলা আহত ২০
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির পরও আল-আকসা মসজিদে প্যালেস্টাইনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমের আল-আকসা মসজিদে প্যালেস্টাইনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

গতকাল শুক্রবার (২১ মে) হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও জেরুজালেমে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্যালেস্টাইনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন। সেখানে প্যালেস্টাইনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নামাজের পর হামাস ও ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি উদযাপন করতে অনেক প্যালেস্টাইনি প্রাঙ্গণে অবস্থান করেছিলেন।

পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ প্যালেস্টাইনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’

তিনি আরও বলেন, ‘ প্যালেস্টাইনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’

জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টানি রেড ক্রিসেন্ট। এক বিবৃতিতে গ্রুপটি জানায়, গুরুতর আহত দু’জনকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

গত ১১ দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৬৬ জন শিশুসহ ২৪৩ জন প্যালেস্টাইনি মারা গেছেন। অন্যদিকে, হামাসের পাল্টা হামলায় দুজন শিশুসহ ১২ জন ইসরায়েলি মারা গেছেন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..