1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

বগুড়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬৮ বার
অপহরণের পর ধর্ষণ
বগুড়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, আটক ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অপহৃত এক কিশোরীকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করেছে র‍্যাব-১২।

শনিবার (২২ মে) বিকেলে বগুড়া র‍্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন: বগুড়ার গাবতলী উপজেলার কেশবপাড়া এলাকার হুকুম আলী প্রামাণিকের ছেলে তারাজুল ইসলাম (২২), খালেক প্রামানিকের ছেলে স্বাধীন প্রামাণিক (১৯) এবং সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা এলাকার নাদু ব্যাপারীর ছেলে বুলবুল আহমেদ (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর বাজার থেকে অপহরণকারীরা এক কিশোরীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর বিবাহ করবে বলে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় উদ্ধার হওয়া ওই কিশোরী। এর এক পর্যায়ে অপহরণকারীরা ওই কিশোরীর বাবাকে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করলে অপহৃত কিশোরীর বাবা গাবতলী থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে আশানুরুপ ফল না পেয়ে তিনি র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানান।

পরে গতকাল শুক্রবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের একটি টিম বগুড়া সদর এলাকা থেকে ওই তিন অপহরণকারীকে আটক করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

এ ব্যাপারে বগুড়া র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে তাকে ধর্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..