অনলাইন ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ছয় হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারাংপাড়া এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে নেত্রকোনা বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল বুধবার (৫ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূরুদ্দিন মাকসুদ।
তিনি জানান, বিকেল ৫টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নে নলুয়াপাড়াস্থ বর্ডার অবজারবেশন পোষ্টের (বিওপি) নায়েব সুবেদার মো. সেলিম ভূঁইয়া নেতৃত্বে বিজিবি’র পাঁচ সদস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে পিলারের আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান হতে চারটি প্লাস্টিকের বস্তাসহ ছয় হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি জব্দ করে বিজিপি’র ওই টহল দল।
জব্দকৃত সুপারির আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার ১০০ চল্লিশ টাকা হবে ধারনা করা হচ্ছে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply