অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করেছে পাশের ১৪নং ঘরের মো. আলাউর রহমানের বিবাহিত ছেলে মো. রিপন মিয়া(২৫)।
গত শনিবার (১ মে) ঘটনাটি ঘটেছে দুপুরে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, ধর্ষিত শিশুটির মা দিনমজুর পাথর ভাঙ্গার কাজে বের হয়ে যান। এই সুযোগ ধর্ষণকারী রিপন মিয়া খালিঘরে ঢুকে শিশুটির মুখে চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি অধিক রক্তক্ষরণে চিৎকার শুরু করলে ধর্ষণকারী পালিয়ে যায়। নির্যাতিত শিশুটির মেডিকেল চেকআপের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অনুপ তালুকদার শিশুটির প্রাথমিক পরীক্ষা শেষে হাসপাতালের ৪ তলার গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশুটির শারীরিক অবস্থা ভাল না হওয়ায় সে বর্তমানে ৪ তলার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান জানান ঘটনাটি শুনে তাৎক্ষণিক পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply