আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯০ আসনে এগিয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। আর ৯৫ আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে জোট এগিয়ে আছে ৪ আসনে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে নিশ্চিন্তে বলা যায় পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৫০ হাজারের বেশি ভোটে মমতাকে পরাজিত করতে না পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু। এখন অবশ্য ১৫ রাউন্ডের গণনা বাকি। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যে যদিও এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম রাউন্ড শেষে ফের উল্টে যায় ফল।
কিন্তু তৃণমূল নেত্রীর জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। জিতে ফের সরকার গড়বে তৃণমূল।
এর আগে বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনে ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ২৭ মার্চ ৩০ টি আসনে , দ্বিতীয় দফায় ১ লা এপ্রিল ৩০ টি আসনে , ৩য় দফায় ৬ এপ্রিল ৩১ আসনে , চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪ আসনে , ৫ম দফায় ১৭ এপ্রিল ৪৫ আসনে, ৬ষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ আসনে , ৭ম দফায় ২৬ এপ্রিল ৩৬ আসনে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থী করোনায় মারা যাওয়ায় ৩৪ টি আসনে ভোট হয়। সর্বশেষ ২৯ এপ্রিল চার জেলায় ৩৫ আসনে ভোট হয়। দ্বিতীয় ধাপ নির্বাচনের সময় সবার নজর ছিল নন্দীগ্রামে। সেখানে মমতার প্রতিদ্বন্দী ছিল শুভেন্দু অধিকারী । যিনি এক সময় মমতারই অনুগত ছিলেন। এছাড়া বাম-কংগ্রেস- আইএসএফ(ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট)-সিপিএমের প্রার্থী ছিলেন পরিচিত মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply