অনলাইন ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আকলিমা (৩০) নামে এক নারী পুলিশ নিহত হয়েছে।
রবিবার (২ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। সহকারি পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারি পরিদর্শক আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মটরসাইকেলযোগে বোরহানউদ্দিনে ফিরছিলেন।
এ সময় কুঞ্জেরহাট বাজারে এসে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে ঘটনিস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
এদিকে ঘাতক ট্রাক জব্দ রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply