অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
কুকুর নবজাতকের লাশটি টানাটানি করছিল। নবজাতকটি মেয়েশিশু।
এ প্রসঙ্গে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর গণমাধ্যমকে বলেন, উদ্ধার করতে যাওয়ার সময় কুকুর পুলিশকে নবজাতকের কাছে যেতে দিচ্ছিল না। গত রাতেই শিশুটি জন্ম নিয়েছিল।
উদ্ধারের পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, শিশুটি মারা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply