1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭৪ বার
ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে ঝুলন্ত অবস্থায় নিশান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিশান নাচোল বাজার পাড়ার মৃত ফারুক হোসেনের ছেলে।

নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সন্ধ্যায় নিশান বাড়ি থেকে বের হয়ে যায়।  রাতে তার বাড়ি ফিরেতে দেরি হলে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন পাইলট স্কুলের পূর্ব পাশে একটি গাছে নিশানের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশউদ্ধার করে।

এ ব্যাপারে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..