অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে পোশাক শ্রমিককে (১৮) ধর্ষণের অভিযোগ সুমন খাঁ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) দুপুরের পর আটক সুমনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সুমন শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন হঠাৎপাড়া এলাকার তসলিম উদ্দিন খাঁর ছেলে।
এ ঘটনায় রোববার দুপুরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার বাসিন্দা ওই তরুণী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। করোনা মহামারির কারণে চাকরি চলে যাওয়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন। আর এ সুযোগ নিয়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন হঠাৎপাড়া একইগ্রামের মুদিদোকানি সুমন খাঁ ওই তরুণীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় নানাভাবে ওই নারীকে উত্যক্ত করতে থাকেন মুদিদোকানি সুমন। এর একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে শহরতলীর দুবলাগাড়ী বাজারে তারেক হাসানের বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। এরপর সেখানে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে রোববার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি অভিযোগকারী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply