ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা অমিত মিশ্রর।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ করে মুম্বই ইনডিয়ান্স। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৪ রান করেন তিনি। ২৪ রান করে কুইন্টন ডি কক। ২৬ রান করেন ইশান কিষান। দিল্লির হয়ে চার উইকেট নেন অমিত মিশ্র। দুটি উইকেট নেন অভেশ খান। একটি করে উইকেট নেন স্টোনিস, রাবাডা.এবং ললিত যাদব।
যবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে ৪৫ রান করেন শিখর ধাওয়ান। ৩৩ রান করেন স্মিথ। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন জয়ন্ত যাদব, যশপ্রীত বুমরাহ, রাহুল চাহার এবং পোলার্ড।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 6
Leave a Reply