অনলাইন ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মো. হামিদুর নুর রানা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮।
গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পটুয়াখালী র্যাব-৮।
গ্রেফতার মো. হামিদুর নুর রানা দুমকী উপজেলার কার্তিক পাশা গ্রামের আ. রাজ্জাক সিকদারের ছেলে। এর আগে গত রোববার (১৮ এপ্রিল) বিকালে নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ বছর আগে ফেসবুকে তাদের সম্পর্ক হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে হামিদুর নুর রানা ওই নারীকে কুয়াকাটায় বেড়াতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ওই ধর্ষণের বিভিন্ন ছবি ও ভিডিও মোবাইলে গোপনে ধারণ করে। পরে আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে। পরে ওই নারী আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কাছে আবেদন করলে অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী র্যাব ৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুর নুর রানা ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।
এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে পটুয়াখালীর দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।
রাজশাহীর সময় /এএইচ
Views: 3
Leave a Reply