সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বালতির পানিতে ডুবে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে এই ঘটনাটি ঘটেছে।
মৃত শিশুটির নাম- পুতুল আক্তার। তার বয়স মাত্র ১০ মাস। সে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামের শাহীন মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার বিকেলে শিশুকন্যা পুতুল আক্তারকে খাঠের ওপর ঘুম পাড়িয়ে তার মা কাজ করতে ঘরের বাহিরে যায়। ওই সময় শিশু পুতুল আক্তার ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে খাঠের পাশে থাকা পানি ভর্তি বালিতে পড়ে যায়।
পরে মা এসে অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে অবশেষে পানি ভর্তি বালতির মাঝে শিশু পতুলের লাশ দেখতে পায়। পরে বালতির পানি থেকে শিশু পুতুলকে উদ্ধার করে তাড়াতাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত শিশুকন্যা পুতুলের দাদা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাজিনুর মিয়া বলেন- শুধুমাত্র সচেতনতার অভাবে এই দূঘর্টনাটি ঘটেছে। তাই শিশুদের প্রতি সব সময় খেয়াল রাখা প্রয়োজন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply