অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুজ্জামান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নুরুজ্জামান দহগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চিশতিয়ার পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রবিবার সকাল ১০টার দিকে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে নুরুজ্জামান দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় হঠাৎ নদীর পানির স্রোতের তোড়ে নদীর পানির গভীরে ডুবে নিখোঁজ হন। এর পর তার চাচাতো ভাই বাড়িতে খবর দেয়।
পরে স্থানীয় লোকজন নদীতে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর নুরুজ্জামানের লাশ নদী থেকে উদ্ধার করে।
দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান তিস্তা নদীতে ডুবে নুরুজ্জামানের মৃত্যু হয়েছে। লাশ দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরতে যান যুবক নুরুজ্জামান। এ সময় নদীর পানির স্রোতের তোড়ে গভির পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে নদী থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply