অনলাইন ডেস্ক: “এ নম্বরে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে রোগীর বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম চালু হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে এ ব্যতিক্রমী কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হক।
এসময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বকসি, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মিরাজুল করিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হক বলেন, ‘‘এ নম্বরে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি’’- এর মানে হচ্ছে ওই নম্বরে ফোন করা হলে চিকিৎসক রোগীর বাড়ি গিয়ে সেবা দিয়ে আসবেন। এটা বাগেরহাটবাসীর জন্য একটি বড় অর্জন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply