অনলাইন ডেস্ক : সাভারের ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা জেলা দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঠাণ্ডা পশ্চিমপাড়া গ্রামের মিলন খাঁ এর ছেলে জামাল খাঁ (৩২)। আহতদের নাম ঠিকনা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আরিচাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং তিন জন আহত হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে সড়ক থেকে পরিবহনগুলো সড়িয়ে নেওয়া হয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply