1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

ফোলা চোখ দ্রুত উপশম করবেন কী ভাবে?

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪১০ বার
ফোলা চোখ দ্রুত উপশম
ফাইল ফটো

অওরা : সকালে যদি দেখেন চোখের তলা ফুলে রয়েছে, কী ভাবে তা ঢাকবেন? এটা সম্ভব কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই। দেখে নেওয়া যাক।

আলু: পাতলা করে আলু কেটে নিন। সেই টুকরোগুলি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এ বার ঠান্ডা আলুর টুকরো চোখের নীচের ফোলা অংশের উপর ১০-১৫ মিনিট রেখে দিন। ফোলা কমবে।

শসা: আলুর মতোই শসাও পারে চোখের নীচের ফোলা কমাতে। পদ্ধতিও একই রকম। শসার টুকরো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তার পরে সেগুলি চোখের তলায় রাখুন। চোখ ফোলার উপশম হবে একই ভাবে।

অ্যালো ভেরা: এই গাছের পাতার রস ফোলা চোখের দ্রুত উপশম করতে পারে। অ্যালো ভেরার রস ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তার পরে তা চোখের নীচের ফোলা অংশে লাগিয়ে রাখুন।

জল: মনে রাখবেন, ফোলা চোখের বড় কারণ শরীর শুকিয়ে যাওয়া। এই সমস্যার পাকাপাকি সমাধান করতে, সারা দিন ধরে একটু বেশি পরিমাণে জল খান। বারবার মুখ ধুতে থাকুন। চোখের নীচে ঘরের তাপমাত্রার জলের ঝাপটা দিন। তাতে ফোলা চোখ দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 5

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..