1. nasiralam4998@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

মহাকাশচারীর প্রশিক্ষণে নোরাই প্রথমা আরবে

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার
নোরাই প্রথমা আরবে
নোরা অল-মাত্রুশি। ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বছর সাতাশের তরুণী নোরা অল-মাত্রুশিকে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন কোনও আরব মহিলা। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা।

২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় আমিরশাহি। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটি তৈরি করতে চায় তারা। ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরশাহির প্রথম মহাকাশচারী। ২০২১ সালে নোরার পাশাপাশি নাসা-য় প্রশিক্ষণ নেবেন সে দেশের মহম্মদ আল-মুল্লা।

দুবাইয়ের মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের তরফে জানানো হয়েছে, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিক্যাল পরীক্ষার পরে তাঁকে বেছে নেওয়া হয়েছে। নোরা টুইটারে লিখেছেন, ‘‘দেশ আমাকে অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ দিল। দেশবাসীর মনে চিরকাল গাঁথা থাকে এমন কৃতিত্ব অর্জনের চেষ্টা করব আমি। তার প্রস্তুতি শুরু করছি।’’

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..