পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. ফারুক খান।
পিলখানা হত্যাকাণ্ডের ১৫তম বার্ষিকী উপলক্ষে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
এ সময় মো. ফারুক খান নির্মম এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
Views: 13
Leave a Reply