গোপালগঞ্জে একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ১২ যাত্রীর সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতদল।
যাত্রীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ফাল্গুনী পরিবহনের একটি বাস ছেড়ে আসে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার নগরকান্দা পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসের চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় বাসের ১২ যাত্রীর কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে ডাকাতদল পালিয়ে যায়।
ওসি আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এ ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Views: 4
Leave a Reply