অনলাইন ডেস্ক: মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল সর্দার (২৫) নামে এক পল্লী বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন পল্লী বিদ্যুতের আরও পাঁচ শ্রমিক। হতাহতরা একটি নসিমনযোগে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।
রবিবার (৬ জুন) এই ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, একটি নসিমনযোগে মাগুরা থেকে কিছু বিদ্যুৎ শ্রমিকরা দৈনন্দিন কাজে শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিল। নসিমনটি মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পৌঁছলে মাগুরা থেকে ফরিদপুরমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে জামাল সর্দার (২৫) নামে ওই শ্রমিক নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় আহত হয় নসিমনে থাকা আরও পাঁচ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সদ্দারের ছেলে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply